উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের গুলি করে মারা হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাট্রেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর কমান্ডার রবার্ট আব্রাহাম এমন কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
আব্রাহাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ থামাতে এক মর্মান্তিক পদ্ধতি অবলম্বন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর জন্য একটি বিশেষ বাহিনীও তৈরি করা হয়েছে।
এদিকে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করা এখন কিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখনই কোনো বড় সামরিক পদক্ষেপ করবে না পিয়ংইয়ং।
তবে সম্প্রতি প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই নতুন মিসাইলটি সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এমন মিসাইল রয়েছে।