Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিবস্ত্র হয়ে উগান্ডার জেল ভেঙে পালালো ২শ’ কয়েদি

পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে দেশটিতে শুরু হয়েছে বড় ধরনের অভিযান 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

উগান্ডার মরটো জেলার কারামোজা নামক একটি কারাগার ভেঙ্গে বিবস্ত্র অবস্থায় দুই শতাধিক কয়েদির একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফ্লেভিয়া বেকওসো।

তিনি বলেন, “পালানোর সময় কারারক্ষীদের পিটিয়ে আহত করে ২১৯ জন কারাবন্দি।” ১৫টির মতো অস্ত্র ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে সংঘর্ষে একজন সৈনিক ও কমপক্ষে ২ কারাবন্দির মৃত্যু হয় বলেও জানান তিনি।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়,  ছিনতাকারী, ধর্ষক ও হত্যা মামলার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত আসামিরা পালিয়ে গেছে। এসময় কারাগারটি থেকে একে ৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নেয় তারা।

এদিকে, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে দেশটিতে বড় ধরনের অভিযান শুরু হয়েছে।

   

About

Popular Links

x