Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ

 এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৩৫ লাখের বেশি মানুষ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৩:২৫ পিএম

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,২০,৩৯৪ জন। ফলে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩,৩৮,৮১,২৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, একইসময়ে বিশ্বের ৬,৪১৬ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,১২,৯৮০ জন মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ)। 

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭২ লাখ ৩৩ হাজার ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬ হাজার ৯৩২ জনে। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৭ হাজার ৪৯৭ জন। আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

এদিকে, করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি সাড়ে ৩৫ লাখের বেশি মানুষ।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।


About

Popular Links