Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সামরিক হাসপাতালে ভর্তি হলেন করোনাভাইরাস আক্রান্ত ট্রাম্প

হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প ‘কিছুদিন’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্ট স্যুট থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১২:১৪ পিএম

কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার (২ অক্টিাবর)  রাতে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একমাস আগে নিজের সব প্রচার-প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ২ লাখ ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

হোয়াইট হাউজ জানিয়েছে, সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প “কিছুদিন” ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্ট স্যুট থেকে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প হোয়াইট হাউজ থেকে মাস্ক পরে বের হন এবং সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। তবে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি কারও সাথে কথা বলেননি।

এসময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের কর্মী ও তার সাথে থাকা নিরাপত্তা কর্মী ও হোয়াইট হাউজের কর্মকর্তাদেরও মাস্ক পরে থাকতে দেখা গেছে।

ওয়াল্টার রিডে যাওয়ার আগে টুইটারে রেকর্ড করা সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমি খুব ভালো আছি।”

হোয়াইট হাউজের চিকিৎসক সিন কুনলে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেয়া হয়েছে। এ চিকিৎসা পদ্ধতি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।

এর আগে, শুক্রবার ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। টুইটে নিজেই এতথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 

চলতি সপ্তাহে প্রেসিডেন্টের সাথে বেশ কয়েকটি সফরে যাওয়া হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা হোপ হিকসের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।

ট্রাম্প টুইটারে লেখেন, “আজ রাতে মেলানিয়া ও আমি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন ও সেরে ওঠা প্রক্রিয়া শুরু করব। আমরা একসাথে তা মোকাবেলা করব!”

ভাইরাসের আক্রমণে শারীরিক পরিস্থিতি জটিল হওয়ার ঝুঁকিতে রয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প।

যুক্তরাষ্ট্র মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে এসেছে বলে মন্তব্য করা ট্রাম্প এবার নিজেই আক্রান্ত হলেন করোনাভাইরাসে।

About

Popular Links