Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্ত ৩ কোটি ৭০ লাখ ৯৩ হাজার ছাড়ালো

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ৭৭,১৭,৬৩৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২,১৪,৩৬৬ জনে

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১০:০০ এএম

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৯৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে।

জেএইচইউ’র তথ্য অনুসারে, এপর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৭১ হাজার ৪৬০ জন। এছাড়া, সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ৭৭ লাখ ১৭ হাজার ৬৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জনে। সুস্থ হয়েছেন সাড়ে ৩০ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনাভাইরাস আ্ক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গিয়েছে এক লাখ ৭ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন সাড়ে ৫৯ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এপর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ। মারা গিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২ হাজারেরও বেশি রোগী।

   

About

Popular Links

x