Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিজেকে করোনাভাইরাস ‘প্রতিরোধী’ দাবি করলেন ট্রাম্প

গত ১ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তিন দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১০:৩১ এএম

নিজেকে করোনাভাইরাস ‘প্রতিরোধী’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গবেষণায় দেখা গেছে, এ ভাইরাসে পুনরায় আক্রান্ত হওয়া সম্ভব।

রবিবার (১১ অক্টোবর) ট্রাম্প এমন দাবি করেন বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘দেখে মনে হচ্ছে আমি প্রতিরোধী। সুতরাং আমি বাইরে যেতে পারব।’’

‘‘মনে হচ্ছে আমি, হয়ত দীর্ঘ সময়, হয়ত স্বল্প সময়ের জন্য রোগ প্রতিরোধী। এটা সারা জীবনের জন্যও হতে পারে। আসলে কেউ এটা জানে না।’’

গত ১ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তিন দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে হোয়াইট হাউজে তার চিকিৎসা চলে।

শনিবার হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলি জানান যে অন্যদের মাঝে ভাইরাস ছড়িয়ে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ হিসেবে প্রেসিডেন্টকে আর বিবেচনা করা হচ্ছে না।

তবে, ট্রাম্প সর্বশেষ কখন নমুনা পরীক্ষায় নেগেটিভ ধরা পড়েছেন তা জানাননি কনলি।

গত সেপ্টেম্বরে নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয় যে করোনাভাইরাস থেকে সেরে ওঠা সারা জীবনের জন্য এ ভাইরাস প্রতিরোধী ক্ষমতা পাওয়ার নিশ্চয়তা দেয় না।

প্রেসিডেন্ট ট্রাম্পের সংক্রমণের আগে হোয়াইট হাউজের বেশ কয়েকজন সদস্যের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল।

About

Popular Links