Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের ৩ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখেরও বেশি মানুষ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:২৮ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত এ তথ্য জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে (জেএইচইউ)। সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩, ৯২, ৪৭, ৭৮৫ জন। এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১,০৩,৩৫২ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে ২,১৮,৫২৯ জন মৃত্যুবরণ করেছেন। দেশেটিতে এখন পর্যন্ত ৮০ লাখের ওপরে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বৃহস্পতিবার নতুন এক পূর্বাভাসে জানিয়েছে যে আগামী ৭ নভেম্বরের মধ্যে দেশটিতে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ২ লাখ ৪০ হাজার পর্যন্ত হতে পারে।

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ৭৩,৭০,৪৬৮ জন আক্রান্ত এবং ১,১২,১৬১ জন রোগীর মধ্যে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখ ৩০০ এবং মৃত্যু হয়েছে ১,৫৩,২১৪ জনের।

   

About

Popular Links

x