Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলে অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু

যদিও ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে কোন নিরাপত্তা শংকা নেই বলে অক্সফোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০১:৩০ পিএম

ব্রাজিলে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া একজন স্বেচ্ছাসেবক মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) এ কথা জানিয়েছেন ভ্যাকসিনটি পরীক্ষাকারী কর্মকর্তারা।

ভ্যাকসিন ট্রায়ালের সাথে যুক্ত এমন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রাজিলের পত্রিকা গ্লোবো এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছে, ওই স্বেচ্ছ্বাসেকবক (২৮) একজন চিকিৎসক। তিনি কন্ট্রোল গ্রুপে ছিলেন এবং ভ্যাকসিন টেস্টের পরিবর্তে প্লাসেবো গ্রহণ করেছিলেন।

এদিকে অক্সফোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সতর্ক পর্যালোচনা শেষে জানা গেছে ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে কোন নিরাপত্তা শংকা নেই। এছাড়া নিরপেক্ষ তদন্ত শেষে ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থাও ট্রায়াল চালিয়ে যাওয়ার বিষয়ে সুপারিশ করেছে।

উল্লেখ্য, ঔষধ কোম্পানী আস্ট্রাজেনকা ও অক্সফোর্ড যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করছে।

এর আগে সেপ্টেম্বরে ব্রিটেনে একজন স্বেচ্ছ্বাসেবক এই ভ্যাকসিন গ্রহণ করে অজানা রোগে অসুস্থ হয়ে পড়লে ভ্যাকসিন পরীক্ষা সাময়িক বন্ধ করে দেয়া হয়।

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঐ স্বেচ্ছাসেবক মারা যায়নি বলে নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হওয়ার পর ট্রায়াল পুনরায় শুরু করা হয়।

   

About

Popular Links

x