যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তদের ভেতর প্রায় ৮ লক্ষ শিশু রয়েছে। গত দুই সপ্তাহে দেশটির ৯৪ হাজারেরও বেশি শিশু এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।
আমেরিকান একাডেমি অব পেড্রিয়াটিক (এএপি) দেওয়া তথ্যানুযায়ী এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, গত ২২ অক্টোবর পর্যন্ত দেশটির ৭,৯২,১৮৮টি শিশু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। জুলাই মাসের শেষেও দেশটিতে প্রায় লাখখানেক শিশু এ ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল। এরপর মাত্র তিনমাসেই মধ্যেই নতুন করে আরও ৭ লাখ শিশু এ ভাইরাসে আক্রান্ত হয়।
বর্তমানে দেশটির ১১টি স্টেটের প্রতিবেদন অনুযায়ী, গড়ে ১৫% কিংবা তারও বেশি শিশু এ ভাইরাস দ্বারা আক্রান্ত। এদেরমধ্যে ৬.৯% শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার ০.১৫% মৃত্যুবরণ করেছে।
প্রতিবেদনটি বলা হয়েছে, গত ২ সপ্তাহে আলাস্কা, মন্টানা, নিউ হ্যাম্পশায়ার, নিউমেক্সিকোসহ ৯টি স্টেটে শিশু আক্রান্তের সংখ্যা ২৫% পর্যন্ত বেড়ে গেছে।
গত আগস্টে শিশুরা দ্রুত করোনাভাইরাস থেকে সুস্থ হয় জানিয়ে স্কুল খুলে দেওয়ার কথা বলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।