ফ্রান্সের নিশ শহরের একটি চার্চে ছুরি হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঘটে যাওয়া এ ঘটনাকে “সন্ত্রাসী হামলা” হিসেবে আখ্যা দিয়েছেন শহরের মেয়র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র ক্রিশ্চিয়ান এসট্রোসি জানান, শহরের নটর ডেম চার্চে সংঘটিত হামলার মূল সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত নারীর শিরোচ্ছেদ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে চেচনিয়ান বংশোদ্ভূত এক তরুণের হামলায় শিক্ষক স্যামুয়েল পেটি নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটলো।
ইসলাম ধর্মের মহানবী (স) ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে তাকে 'সাজা' দিতে চেয়েছিল বলে দাবি করেছে স্যামুয়েল প্যাটির হত্যাকারী।
তবে, নিশ শহরের এই হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।