বেশ তর্জনগর্জন করে যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত শক্তি হারিয়ে দূর্বল হয়ে পড়েছে হ্যারিকেন ফ্লোরেন্স। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ।
বিবিসির খবরে বলা হয়, ক্যাটাগরি ওয়ান এই হ্যারিকেনটি থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনই কমছে না। নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কিছু কিছু অংশে এর প্রভাবে হঠাৎ বন্যা দেখা দিতে পারে। এতে প্রাণ হারাতে পারে অনেকে।
এদিকে ফ্লোরেন্সের আঘাতে পাঁচজন নিহতসহ হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থা নিয়েছে। হ্যারিকেন আক্রান্ত অঞ্চলের ১৭ লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে নর্থ ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আছড়ে পড়ে ফ্লোরেন্স। এতে সেখানে অনেক স্থানে বন্যার পানি ১০ ফুটের ওপরে উঠে যায়। ঘূর্ণিঝড়টি আরও কয়েকদিন তাণ্ডব চালাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার। আর এ সময় সেখানে ১৮ ট্রিলিয়ন গ্যালন বৃষ্টিপাত হবে।
এদিকে ফ্লোরেন্সের আঘাতী আক্রান্ত এলাকায় কমপক্ষে আট লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে কয়েকদিন থেকে সপ্তাহখানেকও লেগে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন।