Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আইওএম জানায়, নারী ও শিশুসহ নৌকাটিতে ১২০ জনেরও বেশি মানুষ ছিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০২:৫০ পিএম

লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি জানায়, “নারী ও শিশুসহ নৌকাটিতে ১২০ জনেরও বেশি মানুষ ছিল।লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ৪৭ জনকে জীবিত এবং ৩১ জনের লাশ উদ্ধার করেছে। এখনো অনেক নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সেন্ট্রাল ভূমধ্যসাগর এলাকায় দুটি নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। একই সময়ে ওই অঞ্চলে থাকা বেসরকারি একটি সংস্থার উদ্ধারকারী জাহাজ ‘ওপেন আর্মস’ তিনটি পৃথক অভিযানে ২০০রও বেশি মানুষকে উদ্ধার করেছে।

প্রসঙ্গত, উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই বিভিন্ন নৌযান দুর্ঘটনায় পড়ে। চলতি বছর কেবল ভূমধ্যসাগরেই ইউরোপ পৌঁছানোর চেষ্টা করা অন্তত ৯০০ মানুষের সলিল সমাধি হয়েছে বলে জানিয়েছে আইওএম।

About

Popular Links