Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও ক্ষমতায় আসছে সুচির দল

শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত সরকারিভাবে ঘোষিত  ৪৩৪ টি আসনের ভেতর ৩৬৮টি আসন পেয়েছে সুচির দল

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৪:১৫ পিএম

মিয়ানমারে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত সরকারিভাবে ঘোষিত  ৪৩৪ টি আসনের ভেতর ৩৬৮টি আসন পেয়েছে সুচির দল। দেশটিতে সরকার গঠন করতে ৩২২ আসনে জয়ী হতে হয়। এখনও ৪২ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।

করোনাভাইরাস পরিস্থিতিতে তার প্রতিদ্বন্দ্বী সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ন্য আরও ২৩টি দলের সঙ্গে নির্বাচন পেছানোর দাবি তুললেও সু চি বলেছিলেন, করোনা মহামারির থেকেও জরুরি ভোট। এজন্য সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

২০১১ সালে প্রত্যক্ষ সেনা শাসন শেষ হওয়ার পরে দেশটিতে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো।  দেশটিত ৩ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। এর আগের নির্বাচনেও নিরঙ্কুশ জয়লাভ করেন সু চি।

২০১৭ সালে জাতিগত সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের ওপর বর্বরতার কারণে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এ নেতার জনপ্রিয়তায় ভাটা পড়ে বিশ্বব্যাপী। 

করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বয়স্কদের অগ্রিম ভোটের ব্যবস্থা করা হয় দেশটিতে। রবিবার (৮ নভেম্বর) দেশটিতে একযোগে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।


About

Popular Links