ছেলে বন্ধুর সঙ্গে চ্যাট করার কারণে ভারতের দিল্লীতে বোনকে গুলি করেছে তার ভাই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তর-পুর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা আইএএনএস জানায়, বোনকে গুলি করার পর ১৭ বছর বয়সী ওই কিশোরকে আটক করেছে পুলিশ। এদিকে গুরুতর অবস্থা ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছেলে বন্ধুর সঙ্গে চ্যাট করতে মানা করে বোনকে বেশ কিছুদিন ধরে সতর্ক করছিলো তার ভাই। বৃহস্পতিবার এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়াও হয়। পরে দেশিয় পিস্তল দিয়ে বোনের পেটে গুলি করে ওই কিশোর।
পুলিশ জানায়, বন্ধুর কাছে থেকে অবৈধ ওই পিস্তলটি সংগ্রহ করে কিশোরটি।
এ বিষয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওই কিশোরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।