Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে বাইডেনকে মেনে নিলো রিপাবলিকানরা

রিপাবলিকানরা বাইডেনের জয় মেনে নেওয়ায় ট্রাম্প এক টুইটে বলেন, ‘ভোটার জালিয়াতির ভয়ানক প্রমাণ পাওয়া গিয়েছে। এমন ঘটনা আমাদের দেশে এর আগে আর কখনও ঘটেনি!’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের একমাসেরও বেশি সময় পর অবশেষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জো বাইডেনকে দেশেটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে নিয়েছে শীর্ষস্থানীয় রিপাবলিকানরা।

যে মার্কিন সিনেটে রাজনৈতিক জীবনের ৩৬ বছর কাটিয়ে দিয়েছেন তারই মঞ্চে দাঁড়িয়ে মঙ্গলবার বক্তব্য দিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। দু’জনের মধ্যে এদিন কথাও হয়। যুক্তরাষ্ট্রজুড়ে ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর এই অভিনন্দন জানান ম্যাককনেল।

সাবেক হতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহচর দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডি গ্রাহাম জানিয়েছেন, মন্ত্রিপরিষদের কিছু সদস্য বাছাই নিয়ে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন। গতমাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বাইডেন সোমবার দেশটির ইলেকটোরাল ভোটের রায়েও বিজয় নিশ্চিত করার একদিন পর তারা এই শুভেচ্ছা জানান। 

যুক্তরাষ্ট্রজুড়ে ইলেকটোরাল কলেজের ভোটে জয়ের মধ্যদিয়ে নির্বাচনে বাইডেনের সাফল্য নিয়ে ট্রাম্প প্রশাসনের করা ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যাত হয়ে গেল।

এদিকে, রিপাবলিকানরা মঙ্গলবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রকাশ্যে মেনে নিয়ে আলোচনা শুরু করলেও ডোনাল্ড ট্রাম্প প্রায় অস্তিত্বহীন বিকল্প আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

রিপাবলিকান দলের সদস্যরা প্রকাশ্যে বাইডেনের জয় মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প এক টুইটে বলেন, “ভোটার জালিয়াতির ভয়ানক প্রমাণ পাওয়া গিয়েছে। এমন ঘটনা আমাদের দেশে এর আগে আর কখনও ঘটেনি!”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে কোনো প্রার্থীকে নির্বাচিত হতে গেলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। দেশটিতে গত সোমবার অনুষ্ঠিত ইলেকটোরাল কলেজের ভোটাভুটিতে ৩০৬টি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট।

About

Popular Links