Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাপের মুখে করোনাভাইরাস প্রণোদনা প্যাকেজে ট্রাম্পের স্বাক্ষর

স্বাক্ষরে দেরি করায় ট্রাম্প সবপক্ষের চাপে মুখে পড়েন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১১:২৮ এএম

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষর করতে তিনি প্রায় এক সপ্তাহ দেরি করেন। হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গেছে।

স্বাক্ষরে দেরি করায় ট্রাম্প সবপক্ষের চাপে মুখে পড়েন। শেষ পর্যন্ত রবিবার (২৭ ডিসেম্বর) তিনি ৯০ হাজার কোটি মার্কিন ডলারের এ প্রণোদনা প্যাকেজে স্বাক্ষর করেন।

মহামারির কারণে ক্ষতিগ্রস্ত লাখ লাখ আমেরিকান এ প্রণোদনা প্যাকেজের কারণে উপকৃত হবেন। করোনাভাইরাস মোকাবিলায় জরুরি পদক্ষেপ এবং সহায়তা প্রদান ছাড়াও এ প্রণোদনা প্যাকেজে সরকারি ব্যয় বিলও অন্তর্ভূক্ত রয়েছে।

এছাড়া আর কয়েকদিনের মধ্যে সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যেতো। এতে সরকার অচল হয়ে পড়তো।

এদিকে এর আগে দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেস থেকে পাশ হওয়া প্রণোদনা প্যাকেজ স্বাক্ষরে ট্রাম্প বিলম্ব করতে থাকলে পরিণাম ভয়ংকর হবে বলে সতর্ক করেছিলেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, এই দায়িত্বহীনতার পরিণাম হবে ধ্বংসাত্মক।

   

About

Popular Links

x