রাত তখন ৮টা। পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে পাশের পাড়ারই একটি প্যান্ডেলে গণেশ পুজো দিতে গিয়েছিল বছর তেরোর মেয়েটি। প্যান্ডেলে ভিড়ও ছিল যথেষ্ট।আর এই ভিড়ের সুযোগে সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
এমনই অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘরের দাহানুর আগার গ্রামে।
পুজো দিতে তখন ব্যস্ত সবাই। সেই সুযোগেই এক ব্যক্তি ওই কিশোরীকে কোনকিছুর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় প্যান্ডেলের পিছনের দিকে একটি জায়গায়। সেখানে নিয়ে যাওয়ার পরই কিশোরীকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তারপর তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় সে। অনেকক্ষণ সময় পার হয়ে যাবার পর মেয়ে বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার আর আত্মীয়রা।
খোজাখোজি এক পর্যায়ে প্যান্ডেলের কাছে তাঁরা বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে দেখতে পান।
কী হয়েছে জানতে চাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপর পাড়ার লোকেরা অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায়। কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। তারপরই পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি প্যান্ডেলের কাজ করে। তার বিরুদ্ধে পকসো (যৌন নির্যাতন থেকে শিশুর সুরক্ষা) আইনে মামলা দায়ের করেছে পুলিশ।