Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: প্রবেশ নিষেধাজ্ঞা তুললো সৌদি আরব

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গতমাসে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০১:২২ পিএম

করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ঠেকাতে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব।

রবিবার (৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে আবারও দেশটিতে প্রবেশ করা যাবে বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গতমাসে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

About

Popular Links