Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

তানজানিয়ায় ফেরিডুবি, নিহত ৮৬

 প্রায়ই এমন ফেরিডুবির ঘটনার জন্য সেগুলোর ফিটনেস ঠিক না থাকা ও অতিরিক্ত যাত্রীবোঝাই করাকে দায়ী করা হচ্ছে।

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৩ পিএম

তানজানিয়ায় একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জন। এ ঘটনায় ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে লেক ভিক্টোরিয়ায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবারও উদ্ধারকাজ চলছে।  

তানজানিয়ার ময়ানজা অঞ্চলের কমিশনার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন ওই ফেরিতে কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

এপির খবরে বলা হয়, দুর্ঘটনার শিকার ফেরিটি দেশটির উকারা থেকে বুগোলোরার দিকে যাচ্ছিলো। পথে সেটি ময়ানজা অঞ্চলে ডুবে যায়। তানজানিয়া, কেনিয়া ও উগান্ডার মধ্যবর্তী এই লেকগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। 

এদিকে প্রায়ই এমন ফেরিডুবির ঘটনার জন্য সেগুলোর ফিটনেস ঠিক না থাকা ও অতিরিক্ত যাত্রীবোঝাই করাকে দায়ী করা হচ্ছে।

১৯৯৬ সালে লেক ভিক্টোরিয়ায় ফেরিডুবিতে ৮০০ জনের বেশি নিহত হন। আর ২০১১ সালে তানজানিয়া সংলগ্ন ভারত মহাসাগরে ফেরিডুবির ঘটনায় মৃত্যু হয় ২০০ জনের।

About

Popular Links