Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

'অশালীন' কেক তৈরি করে আটক মিসরীয় নারী

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকের ছবি ভাইরাল হলে নড়েচড়ে বসে আইন প্রয়োগকারী সংস্থা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১০:৩৭ পিএম

“অশালীন” আকৃতির কেক তৈরির অভিযোগে মিসরের এক নারীকে আটক করে পুলিশ। দেশটির কায়রো স্পোর্টস ক্লাবে এক জন্মদিনের পার্টিতে “গোপনাঙ্গ ও আন্ডারওয়্যারের” আকৃতিতে তৈরি কেকগুলো খাওয়া হয়েছিলো। 

সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই কেক খাওয়ার ছবি ভাইরাল হওয়ার পর ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ৩১৯ ডলার জরিমানা করে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। পার্টিতে যোগদানকারীদের ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হতে পারে বলে জানা গেছে। 

এই আকৃতির খাবার তৈরি এবং খাওয়া ইসলামে “হারাম” বলে সতর্ক করেছে একটি শীর্ষ ধর্মীয় সংস্থা। 

সরকারী ধর্মীয় সংস্থা দার আল-ইফতা এক ফেসবুক পোস্টে জানায় যে, “যেসব পণ্য যৌনতার প্রসারে সাহায্য করে বা সরাসরি সমাজের ওপর প্রভাব ফেলে তা প্রচার আইনগত অপরাধ সামাজিক মূল্যবোধের ওপর হামলাস্বরূপ।”

পার্টি আয়োজনকারীদের সঙ্গে কায়রো স্পোর্টস ক্লাব জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখছে মিসরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

মানবাধিকার আইনজীবী নেগাদ এল বোরাই তার টুইট বার্তায় বলেন, "সমাজের একটি অংশ রয়েছে যারা রাষ্ট্রের সমর্থন নিয়ে মিসরীয় পারিবারিক মূল্যবোধ রক্ষার অজুহাতে ব্যক্তিগত স্বাধীনতাকে সবসময় খর্ব করতে চায়।”

   

About

Popular Links

x