Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

এমপি’রা নাইটক্লাবে, ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন জোটের কয়েকজন আইনপ্রণেতা নির্দেশ অমান্য করে নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইতে হলো প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১০:২৯ পিএম

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে বেশি রাতে বাইরে না যাওয়ার নির্দেশ থাকলেও জাপানের ক্ষমতাসীন জোটের কয়েকজন আইনপ্রণেতাই সেই নির্দেশ মানেননি৷ তারা নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইতে হলো প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ৷ 

কোভিড -১৯-এর বিস্তার রোধে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার৷ তবে ক্ষমতাসীন জোটের একাধিক সাংসদকে গভীর রাতে দেখা গিয়েছে নাইটক্লাবে৷ 

তাই দেশটির বিব্রত প্রধানমন্ত্রী সংসদে বলেন, ‘‘এঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত৷ আমি জনগণকে রাত ৮টার পর বাইরে না খেতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করছি৷ আইনপ্রণেতাদের সবাইকেই জনগণের মনোভাব বুঝতে হবে৷''

করোনাভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে এমাসে টোকিওসহ জাপানের অন্যান্য অঞ্চলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ যদিও বার ও রেস্তোরাঁগুলো রাত আটটার পর বন্ধ রাখার কথা বলা হলেও, নিয়ম অমান্যকারীদের জন্য কোনো শাস্তির বিধান নেই৷

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক দলের প্রবীণ আইনপ্রণেতা মাটসুমোটো টোকিওর দু’টি নাইটক্লাবে গিয়েছিলেন৷ আরেক আইনপ্রণেতা কিয়োহিকো শুক্রবার রাতে একটি নাইটক্লাবে যাওয়ার কথা জানান৷

   

About

Popular Links

x