Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতকে আবারো যুক্তরাষ্ট্রের হুমকি

এর আগে আগস্টের শেষ সপ্তাহে রাশিয়া থেকে অস্ত্র কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল ওয়াশিংটন।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৮ পিএম

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে ভারতকে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত আগস্টে একই হুমকি দেওয়া হয় ভারতকে।  

সর্বশেষ গতকাল শুক্রবার ভারতকে হুমকি দেয় ট্রাম্প সরকার।  

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন সুখই এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর পরই দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এমনটি ভারত করলে একই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। 

এর আগে আগস্টের শেষ সপ্তাহে রাশিয়া থেকে অস্ত্র কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল ওয়াশিংটন।

ইউক্রেনে অভিযান ও মার্কিন রাজনীতিতে নাক গলানোর অভিযোগ এনে ২০১৪ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেখানেবলা হয়, রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের প্রতিরক্ষা ও তথ্য সংক্রান্ত সংযুক্তি হলে সে দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

   

About

Popular Links

x