Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্বের প্রায় ১২ কোটি মানুষ আক্রান্ত

সেই সাথে মৃতের সংখ্যা ২৬ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১০:৪২ এএম

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। সেই সাথে মৃতের সংখ্যা ২৬ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৬ লাখ ৩৮ হাজার ৯৭৮ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৫৪৪ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৩২ হাজার ৪০৪ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ১৩ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ১০৫ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৩০৬ জন।

মেক্সিকো ১ লাখ ৯৩ হাজার ৮৫১ জনের মৃত্যু নিয়ে এ তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২১ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ।

   

About

Popular Links

x