Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে আবারও বন্ধ হচ্ছে স্কুল-দোকানপাট ও রেস্তোরাঁ

আগামী সোমবার (১৫ মার্চ) থেকে দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১১:৫১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতালিতে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

 বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে- আগামী সোমবার (১৫ মার্চ) থেকে  রোম ও মিলানসহ দেশটির অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য-সংক্রান্ত ও জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে।

করোনাভাইরাসের নতুন ঢেউ সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সতর্কবার্তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি স্কুল-কলেজসহ সবকিছু বন্ধ করে দিলে সবার মানসিক স্বাস্থ্য, অর্থনীতিসহ সবকিছুই বাজেভাবে প্রভাবিত হবে। কিন্তু পরিস্থিতি এর চেয়ে বাজে যাতে না হয় সেজন্য এই পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই”। 

এছাড়া, খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে সবকিছুই বন্ধ থাকার কথা রয়েছে।

About

Popular Links