Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত আমির খান

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ঘরবন্দি রয়েছেন বলিউডের শক্তিশালী এ অভিনেতা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০৩:১৩ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শক্তিশালী অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান৷ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকেই ঘরবন্দি রয়েছেন তিনি।

বুধবার (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে নিজেকে ঘরবন্দি রয়েছেন তিনি৷ মানছেন সমস্ত বিধি নিষেধ৷ তেমন কোনও শারীরিক সমস্যা এই মুহূর্তে নেই৷” 

গত কয়েকদিন তার সংস্পর্শে যারা ছিলেন, তাদের কোভিড পরীক্ষা করতে অনুরোধ করেছেন এ বলিউড সুপারস্টার, এমনটিও জানান ওই মুখপাত্র।

বর্তমানে “লাল সিং চাড্ডা” চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার এ রিমেক ভার্সনটি গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিডের জন্য সিনেমাটির কাজ আটকে যায়। 
About

Popular Links