Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ভারতে একদিনে ৫০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশটির ২৫১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:১১ পিএম

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৩,৪৭৬ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত অক্টোবরের পর ৫ মাসের ভেতর সর্বোচ্চ সংক্রমণ দেখলো দেশটি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির ২৫১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬০,৬৯২ জনে। 

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্তটি প্রায় ১১.৮ মিলিয়ন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরআগে, গতকাল বুধবার দেশটিতে “ডাবল মিউট্যান্ট” নামে ভাইরাসটির নতুন একটি ধরন ধরা পড়েছে। 

About

Popular Links