জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দ্রুত টিকাদান প্রচারণা সত্ত্বেও সোমবার (৫ এপ্রিল) বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১২ লাখ ছাড়িয়েছে।
সোমবার সকালে জেএইচইউ-র তথ্য দেখায় বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১২ লাখ ৩ হাজার ৬৪৭ জনে এবং মৃতের সংখ্যা ২৮ লাখ ৫২ হাজার ১৯৬ জনে দাঁড়িয়েছে।
গত ২৫ মার্চ কেবল যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় মৃত্যু এখন ৫ লাখ ৫৫ হাজার ১ জন ছাড়িয়ে গেছে।
রবিবার ব্রাজিলে ৩১ হাজার ৩৫৯ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২৪০ জন মারা যায় এবং মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩১ হাজারে ৪৩৩ জনে পৌঁছেছে।
ব্রাজিলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শনিবার ব্রাজিলে ২ কোটি ৪৫ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়।
এদিকে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৫০৯ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬২৩ জনে।