Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে বন্যা, ভূমিধস, নিহত শতাধিক

সোমবার (৫ এপ্রিল) সংশ্নিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৩:২৯ পিএম

বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর। এ পর্যন্ত প্রায় শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। 

সোমবার (৫ এপ্রিল) সংশ্নিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রবিবার সকালে ইন্দোনেশিয়ার পূর্বের প্রদেশ ওয়েস্ট নুসা তেঙ্গারায় ও পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয়।

এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় চলছিল। ফলে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে ঝড়ে বাড়িঘর ভেসে গেছে, প্রচুর গাছপালাও ভেঙে পড়েছে। ওই সব এলাকায় অসংখ্য মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।

 ইন্দোনেশিয়ার দুর্যোগবিষয়ক সংস্থার মতে, প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, পূর্ব তিমুরে ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশির ভাগ মৃত্যুই হয়েছে পূর্ব তিমুরের রাজধানী দিলিতে।

About

Popular Links