বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে ভাইরাসটিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ২১ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) রবিবার এ তথ্য জানিয়েছে।
সূত্র মতে, করোনাভাইরাস সম্পর্কিত মৃত্যু বেড়ে ১০ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ১৮ হাজার ৭৫২ জনে।
বিভিন্ন দেশের সরকারি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডব্লিওএইচও এ কথা জানিয়েছে।
বিশ্বে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৯২ হাজার ২২৬ জন। এর পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ১৭৪ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তৃতীয় স্থানে ভারতে ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন, ফ্রান্সে ৪৯ লাখ ৪৫ হাজার ২৩৮ জন, রাশিয়ায় ৪৬ লাখ ৪১ হাজার ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।