সংক্রমণের উচ্চতর হার এবং দ্রুত গতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার স্পুটনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমতি দিয়েছে ভারত। পাশাপাশি বড় বড় শহরের হাসপাতালগুলোর সক্ষমতাও বৃদ্ধি করেছে দেশটি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ প্যানেলের (এসইসি) সুপারিশগুলো গৃহীত হয়েছে।
এর আগে এসইসি বিভিন্ন শর্ত সাপেক্ষে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাশিয়ার ভ্যাকসিনটি অনুমতি দেওয়ার সুপারিশ করে।
এখন থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা শট এবং কোভ্যাকসিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন ও প্রয়োগ করবে ভারত। ভারতীয় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা বায়োটেক ভ্যাকসিনটি উৎপাদন করবে।
স্পুটনিক ভি ভারতের অনুমোদিত তৃতীয় ভ্যাকসিন।