Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড-১৯: বিশ্বে শনাক্ত ১৪ কোটি ১৮ লাখ ছাড়াল

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ২৭ হাজার ৩৫৩ জনে

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১০:৫৬ এএম

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শনাক্ত ও  প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। এছাড়া, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ২৭ হাজার ৩৫৩ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৬৭ হাজার ৬৯০ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৬৮২ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জন। দেশটিতে গত দুদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লাখেরও বেশি।

 

About

Popular Links