Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ভারতে প্রতি মিনিটে একজনের মৃত্যু

দেশটিতে প্রতিঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন গড়ে ১০ হাজার মানুষ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৯:২২ পিএম

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের জানিয়েছে, প্রতিঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন গড়ে ১০ হাজার মানুষ৷ আর মৃত্যু হচ্ছে অন্তত ৬০ জনের৷

সরকারি তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল পর্যন্ত প্রতি ঘণ্টায় গড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৩০১৩ জনের৷ আর প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১৯৷ মাত্র ২০ দিনের ব্যবধানে প্রতি ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যু হার তিনগুণেরও বেশি বেড়ে গেছে৷

নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ভারতে প্রতি ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,৮৯৫ হয়েছে৷ আর প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ৬২ জন৷ গত রবিবার দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন ২,৬১,৫০০ জন৷ মৃত্যু হয়েছিল ১,৫০১ জনের৷

গত সোমবার দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২,৭৩,৮১০৷ মৃত্যু হয়েছিল ১,৬১৯ জনের৷ প্রতি ঘণ্টার হিসেবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১১,৪০৮ এবং ৬৭৷ মঙ্গলবারও দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্ত হন ২,৫৯,১৭০ জন৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৬১৷ প্রতি ঘণ্টার হিসেব বলছে, প্রতি ঘণ্টায় এ ভাইরাস আক্রান্ত হয়েছেন ১০,৭৯৮ জন৷ প্রত্যেক ৬০ মিনিটে মৃত্যু হয়েছে ৭৩ জনের৷

দেশটির কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন যে মৃত্যুগুলি হচ্ছে, তার প্রায় ৮৩% ঘটছে দেশটির ১০টি রাজ্যে৷ এই তালিকায় মঙ্গলবারও সবার উপরে রয়েছে মহারাষ্ট্র৷ গত চব্বিশ ঘণ্টায় সেখানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩৫১টি মৃত্যু হয়েছে৷ এরপরেই রয়েছে রাজধানী দিল্লি৷ সেখানে মৃত্যু হয়েছে ২৪০ জনের৷

   

About

Popular Links

x