Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে হাসপাতালে আগুন, ১৩ কোভিড রোগীর মৃত্যু

হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:২৩ এএম

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা অন্তত ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পালঘর জেলার বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে।  

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, রাত ৩টার দিকে ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 

হাসপাতালের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানান, অগ্নিকাণ্ডের হাসপাতালে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে পুড়ে তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২১ জন রোগীর অবস্থা গুরুতর থাকায় তাদেরকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

   
Banner

About

Popular Links

x