মাস্ক কেনার সামর্থ্য না থাকায় মুখে বাবুর পাখির বাসা বেঁধে সরকারি অফিসে গেছেন ভারতের এক সেবাগ্রহীতা! তেলেঙ্গানা রাজ্যের মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার পশুপালক মেকালা কুরমায়া এই ঘটনা ঘটিয়েছেন।
জানা গেছে, ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে প্রায় সব রাজ্যেই। তেলেঙ্গানাতে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে ১০০০ রুপি জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। তাই জরিমানা এড়াতে মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন।
ইনডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, রাস্তায় থেকে মেকালা কুরমায়ার বাবুই পাখির বাসা পরিহিত ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এক ব্যক্তি। মুহূর্তেই ভাইরাল হয় সেটি। সেই সঙ্গে দাবি উঠেছে, যারা মাস্ক কিনতে অসমর্থ, তাদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক।
গণমাধ্যমটির খবরে বলা হয়, মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার সামর্থ্য নেই তার। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। তাই উপায় না দেখে বাবুই পাখির বাসা মুখে বেঁধে নেন তিনি।