Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

মহামারি সত্ত্বেও বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি

অথচ একই সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪% সংকুচিত হয়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৩:৪১ পিএম

মহামারি করোনাবাইরাসের অর্থনৈতিক প্রভাব উপেক্ষা করেও ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সুইডেনের স্টকহোক ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) গবেষকরা এমন কথা জানান। 

বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬% বেড়ে ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অথচ একই সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪% সংকুচিত হয়েছে।

এ প্রতিবেদন লেখকদের একজন দিগো লোপেজ দ্য সিলভা এএফপিকে বলেন, এমন নাজুক পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত।

তিনি বলেন, “মহামারি করোনাভাইরাসের কারণে ধারণা করা হয়েছিল ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় হ্রাস পাবে।”

লোপেজ দ্য সিলভা বলেন, “কিন্তু অবশেষে দেখা গেল কোভিড-১৯ ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।”

About

Popular Links