Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে করোনাভাইরাস আক্রান্ত ২ কোটি ছাড়ালো

দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৪৯ জন করোনাভাইরাস রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে

আপডেট : ০৪ মে ২০২১, ১১:৪৮ এএম

ভারতে মঙ্গলবার (৪ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। বর্তমানে দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জনে।

দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৪৯ জন করোনাভাইরাস রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে। 

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়,  ভারতে বর্তমানে সক্রিয় করোনাভাইরাস রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জন এবং এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২ জন।

প্রতিবেশী এই দেশটিতে করোনাভাইরাসের সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে শনিবার (১ মে) থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৫৬৮ জন। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৯ হাজার ৯১৯ জন।

 

   

About

Popular Links

x