Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত প্রায় ২০ হাজার

রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১১২ জনের

আপডেট : ০৭ মে ২০২১, ১০:২১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ভারতে ক্রমাগত বেড়েই চলেছে। দেশটির রাজধানী দিল্লি যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী। এরইমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য কিছুটা স্বাভাবিক থাকলেও সম্প্রতি এ রাজ্যেও ভয়াল থাবা বসিয়েছে করোনাভাইরাস। রাজ্যটিতে দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই। 

ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ মে) রাজ্যটি করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,২১৬ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। বাংলায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ১১২ জনের। করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির ভেতরই প্রকোট আকার ধারণ করেছে অক্সিজেনের সংকট।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬২৭ জন।  এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৭১ হাজার ৪৯৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে,  গত এক সপ্তাহে বিশ্বে মোট শনাক্তের অর্ধেক এবং মোট মৃত্যুর দিক থেকে ২৫% মারা গেছেন ভারতে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। একইসময়ে ৩,৯১৫ জন এ ভাইরাসে মারা গেছেন।


About

Popular Links