Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে আড়াই লাখ ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় দেশটিতে  নতুন করে ৪,২০৫ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ১২ মে ২০২১, ১১:১৮ এএম

ভারতে করোনাভাইরাসে নতুন করে ৪,২০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। 

বুধবার (১২ মে) এ খবর জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।

প্রতিবেশী এই দেশটিতে করোনাভাইরাসের সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ১ মে থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি  শুরু হয়েছে।

About

Popular Links