Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের হামলা

গত সোমবার থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে

আপডেট : ১৬ মে ২০২১, ১০:৪১ এএম

গাজায় হামাস প্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের আল আকসা টেলিভিশনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে হামাস প্রধান আহত কিংবা নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৬ মে) এ চালানো ইসরায়েলের এ বিমান হামলায় কমপক্ষে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর বোমার শব্দ শোনা গেছে। আহত হয়েছেন অনেকে। 

প্রসঙ্গত, ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন।

গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে আরও ৯৫০ জন।

অন্যদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে।

   

About

Popular Links

x