ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। স্থানীয় সময় সোমবার (১৭ মে) হামাসের কাসসাম বিগ্রেড ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরায়েলি যুদ্ধ জাহাজে ওই হামলা চালায়।
গাজা ভিত্তিক আল-আলম টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে, একই দিনে হামাস সদস্যরা ইসরায়েলি উপশহর “হার্টসলিয়া”-তে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে হামাসের যোদ্ধারা ইসরাইলের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেলকূপটিতে আগুন ধরে যায়।
প্রসঙ্গত, গত ১০ মে থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ইতোমধ্যে ৫৮ শিশুসহ কমপক্ষে ২১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০০ ফিলিস্তিনি।