Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

গাজায় ইসরায়েলি হামলায় ১১ দিনে নিহত ২৫৩

নিহতদের মধ্যে ৬৬ শিশু, ৩৯ নারী এবং ১৭ জন বয়স্ক ব্যক্তি

আপডেট : ২৫ মে ২০২১, ১০:৩০ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৩ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার (২১ মে) উভয়পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হওয়ায় বর্তমানে সেখানে হামলা বন্ধ রয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় ২৫৩ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৬৬ শিশু ও ৩৯ নারী এবং বয়স্ক ১৭ জন রয়েছে। এছাড়া এসব হামলায় ১,৯৪৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় সময় সোমবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় মারাত্মক আহত দুই যুবক মারা গেছে। এছাড়া চার ফিলিস্তিনির লাশ ধ্বংসস্তুপের ভিতর থেকে বের করা হয়েছে।

গাজার প্যালেস্টাইন ইসলামিক রেজিস্টান্স মুভমেন্টের (হামাস) নেতৃত্বে বিভিন্ন যোদ্ধা গ্রুপ ও ইসরাইলের মধ্যে শুক্রবার একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। মিশরের মধ্যস্থতায় এটি করা হয়। আর এর মধ্যদিয়ে উভয় পক্ষের মধ্যে চলা ১১ দিনের সংঘর্ষের অবসান ঘটে।

About

Popular Links