Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে গত ২৪ ঘণ্টায় আবারও বাড়লো শনাক্ত, মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ৩,২০৭ জন এবং  ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে


আপডেট : ০২ জুন ২০২১, ১২:২৫ পিএম

ভারতে গত ২৪ ঘণ্টায় আবারও বেড়েছে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। 

বুধবার (২ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসময়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান ৩,২০৭ জন। এর আগের দিন সোমবার শনাক্ত হয় ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের। ওইদিন দেশটির ২,৭৯৫ জনের মৃত্যু হয়।

এ নিয়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২। মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২।

এদিকে, দেশটিতে দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন সংকট হিসেবে দেখা গেছে ব্ল্যাক ফাঙ্গাস। ক্রমেই দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে মৃতের সংখ্যা বাড়ছে।

About

Popular Links