Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: বিশ্বে আক্রান্ত ছাড়ালো ১৭ কোটি ১৫ লাখ

প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৬ লাখ ৮৮ হাজার ০৩২ জন

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৪৪ পিএম

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৬ লাখ ৮৮ হাজার ০৩২ জন।

বিশ্বে এ পর্যন্ত  ১৯৬ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৬৩৬ ডোজ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে। 

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৯০৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৫ হাজার ৮২২ জন।  

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন।  

এদিকে বুধবার ব্রাজিলে করোনায় আরও ২ হাজার ৫০৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এনিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৭০৬  জন দাঁড়িয়েছে বলে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 



 


   

About

Popular Links

x