করোনাভাইরাসের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত গোটা বিশ্ব। এক্ষেত্রে টিকাই একমাত্র ভরসা। তাই জনগণকে টিকা প্রদান করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের সব দেশই। এ দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এবার নাগরিকদের টিকাগ্রহণে আগ্রহী করতে অভিনব পথ বেছে নিলো দেশটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টিকা গ্রহণ করলেই বিনামূল্যে এক বোতল বিয়ার পাবেন প্রাপ্তবয়স্করা।
দেশটিতে ভয় এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে টিকা গ্রহণে এগিয়ে আসছেন না অনেকেই। তাই নেওয়া হয়েছে এই ব্যবস্থা।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তার আগেই দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে যুক্তরাষ্ট্র। সে উদ্দেশ্যে সামনে জুন মাসকে "অ্যাকশনের মাস" বলে ঘোষণা করেছেন জো বাইডেন। তাই প্রশাসনের পক্ষ থেকে চলতি মাসেই অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য একাধিক অফার দেওয়া হচ্ছে।
শুধু বিয়ারই নয়, টিকা গ্রহণ নিশ্চিত করতে পুরস্কার হিসেবে "ক্যাশ প্রাইজ"-এর মাধ্যমে দেওয়া হচ্ছে নগদ অর্থও।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬২.৮ শতাংশ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন এবং ১৩ কোটি ৩৬ লাখ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে।