Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

পশ্চিমবঙ্গে বজ্রপাতে নিহত অন্তত ২৬

বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছেন মোদি

আপডেট : ০৮ জুন ২০২১, ০৫:৩৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন) হুগলি জেলার খানাকুল এলাকায় একই পরিবারের দু’জনসহ অন্তত চারজন বজ্রপাতে নিহত হয়েছেন। অন্যদিকে হুগলির পোলবার দাদপুর এলাকায় বজ্রপাতে আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। এছাড়া তারকেশ্বর এলাকায় দু’জন, হরিপাল এলাকায় একজন ও সিঙ্গুর এলাকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমাতে সাতজন এবং বহরমপুরে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এছাড়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দু’টি আলাদা স্থানে বজ্রপাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এবং বাঁকুড়ায় মারা গেছেন আরও দু’জন। 

এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তা প্রদান করা হবে।

   

About

Popular Links

x