Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ওই কিশোরের বয়স ১৫ বছর  

আপডেট : ১২ জুন ২০২১, ১০:৪২ এএম

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে শুক্রবার (১১ জুন) এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবৈধ ইহুদি বসতি গড়ার প্রতিবাদে নাবলুস শহরের কাছে বিক্ষোভ শুক্রবার মিছিল বের করে ফিলিস্তিনিরা।

তবে ইসরায়েলি বাহিনী এটিকে “শত শত ফিলিস্তিনিদের সহিংসতা“ বলে অভিহিত করেছে।

একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, "দাঙ্গাবাজরা টায়ার জ্বালিয়ে দিয়ে ও পাথর নিক্ষেপ করে এবং ইসরায়েলি সৈন্যদের জীবন বিপন্ন করে তুলেছিল।"

সেনারা তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় বলে জানান তিনি।

সেখানে ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ হামায়েল আহত হয়ে পরে মৃত্যবরণ করে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত মাসে ফিলিস্তিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় লড়াইয়ের সময় পশ্চিম তীরে অশান্তিও ছড়িয়ে পড়েছিল, তখন থেকেই সেখানে উত্তেজনা বাড়ছিল।

   

About

Popular Links

x