Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে সাড়ে ১৭ কোটির বেশি মানুষ কোভিড আক্রান্ত

করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৯১ হাজার ৪২৪ জন

আপডেট : ১৩ জুন ২০২১, ০১:৩২ পিএম

একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।

ইতিমধ্যেই বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটির ৫৫ লাখের বেশি পৌঁছেছে। 

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ জুন) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ৫৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৯১ হাজার ৪২৪ জন।

বিশ্বে এ পর্যন্ত ২৩১ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ৭১৮ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৩৭৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনাভাইরাসের তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৬৭ হাজার ০৮১ মানুষ।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ২৭২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন।

   

About

Popular Links

x