এক যুগের অভ্যাস। এতো সহজেই কী ছাড়া যায়? ইসরায়েলের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ভুলে করে বসে পড়েছেন প্রধানমন্ত্রীর চেয়ারে।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১৫ জুন) প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায়, নেতানিয়াহু ভুল করে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে পড়েন। হয়তো এক যুগের অভ্যাসবশতই। অবশ্য সাথে সাথেই তাকে প্রধানমন্ত্রীর আসন থেকে বিরোধী দলীয় নেতার আসনে বসতে বলা হয়।
উল্লেখ্য, আটদলীয় জোট সরকারের প্রধান হিসেবে নাফতালি বেনেত রবিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।