Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি

অন্যদিকে, এ পর্যন্ত  দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন মারা গেছেন

আপডেট : ২৩ জুন ২০২১, ১০:৪৯ এএম

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি পেরিয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০,৮৪৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে কোভিড আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯।

বুধবার (২৩ জুন) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে মারা গেছেন ১,৩৫৮ জন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মোট মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

অন্যদিকে, বিগত ১৬ দিন দেশটিতে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। যদিও অক্টোবর নাগাদ দেশটিতে কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া এ আশঙ্কার কথা জানিয়েছে।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। গত ৭ মে দেশটিতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

গত ৪ এপ্রিল ভারতে কোভিড সংক্রমিত দুই কোটির মাইলফলক ছাড়ায়। গত ২৩ মে কোভিড মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।

About

Popular Links