Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুইডেনে বিমান দুর্ঘটনায় ৯ আরোহীর সবাই নিহত

উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০২ পিএম

সুইডেনের ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স সুইডিশ পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার ছোট বিমানটি বৃহস্পতিবার ৮ জন স্কাইডাইভার ও ১ জন পাইলট নিয়ে ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। সুইডিশ পুলিশের ওয়েবসাইটে বলা হয়েছে, এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিমানের সব আরোহী মারা গেছেন।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন টুইটারে এ বিষয়ে লিখেছেন, “আমি খুবই মর্মাহত ও ব্যথিত হয়েছি এ তথ্য পেয়ে। এই কঠিন সময়ে আমি তাদের পরিবার ও প্রিজনদের প্রতি আমার সমবেদনা। আমি তাদের সাথে রয়েছি।”

একই ধরণের দুর্ঘটনায়, ২০১৯ সালে উত্তর সুইডেনে নয় জন মারা গিয়েছিল। স্কাইডাইভারদের বহনকারী ওই বিমানটিও টেকঅফের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছিল। পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি।

About

Popular Links